আমাদের সমাজে এমন কোন লোক খুঁজে পাওয়াই দুষ্কর যার কিনা এলার্জি জাতীয় সমস্যা নেই। আমরা প্রায় প্রত্যেকেই এই এলার্জি নামক ঝামেলায় ভুগি। কারো কারো ক্ষেত্রে এলার্জি সামান্যই সমস্যা করে আর কারো কারো ক্ষেত্রে তো জীবনকে অতিষ্ঠ করে তোলে! তাই আজ আপনাদেরকে এমন একটা টিপ্স দিব যা করলে খুব সহজেই মুক্তি পেতে পারেন ''এলার্জি'' থেকে।
১. কেজি খানেক নিমপাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।
২. সেই শুকনো নিম পাতা পাটায় বেটে ভালো করে গুড়ো করে নিন এবং এয়ার টাইট কোনো পাত্রে সংরক্ষণ করুন।
৩. এবার আমাদের প্রয়োজন ইসব গুলের ভুষি। এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতা গুঁড়া এবং ১ চা চামচ ইসব গুলের ভুষি আঁক গ্লাস পানিতে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
৪. আধ ঘণ্টা শেষ হলে চামচ দিয়ে ভালো করে নাড়ুন।
৫. এভাবে প্রতিদিন সকালে খালি পেটে এবং দুপুরে ভরা পেটে আর রাতে শোয়ার আগে এক গ্লাস করে খাবেন। একটানা ২১ খেতে হবে।
৬. ক্ষেত্র বিশেষে কার্যকারিতা শুরু হতে ১ মাসও লেগে যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ! এবং এর পর থেকে আপনি যা যা খেতে পারতেন না (যেমনঃ গরুর গোস্ত, ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ ইত্যাদি ) সেগুলো নিয়মিত খেতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়াই।
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর OsthirBlog এর সাথেই থাকবেন।