Wellcome To OsthirBlog

  • Home
  • About
  • Osthir
  • Design
  • Blogger
  • SITEMAP
Home » উইন্ডোজ » ব্রাউজার » এবার IDM এর নাম ভুলিয়ে দেব চিরতরে। ডাউনলোড করুন যেকোনো ইউটিউব ভিডিও, ফ্ল্যাশ ফাইল, টরেন্ট ফাইল সহ পৃথিবীর সবকিছু মাত্র একটি ব্রাউজার দিয়ে। আমার দেখা সবচাইতে fast and smooth ব্রাউজার

Monday, September 21, 2015

এবার IDM এর নাম ভুলিয়ে দেব চিরতরে। ডাউনলোড করুন যেকোনো ইউটিউব ভিডিও, ফ্ল্যাশ ফাইল, টরেন্ট ফাইল সহ পৃথিবীর সবকিছু মাত্র একটি ব্রাউজার দিয়ে। আমার দেখা সবচাইতে fast and smooth ব্রাউজার

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর টিউন করতে বসলাম। আসলে ব্যস্ততার কারণে টিউন করার সময় বের করতে পারিনা।
যাহোক! সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি-
আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের ব্যাতিক্রম কিছু উপহার দেয়ার যেটা আপনাদের কাজে লাগবে। সেজন্য আজকেও এর বিকল্প কিছু হবেনা।
আমরা প্রায়ই দেখি অনেকে অনেক কিছু ডাউনলোড দিতে গিয়ে বিভিন্ন সীমাবদ্ধতার মাঝে আটকে যান।
যেমন ধরুন আমরা যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে যাই তাহলে অবশ্যই আমাদের ব্রাউজারে কোনো addons/extension অথবা কোনো ডাউনলোড ম্যানেজার থাকতে হয়। আবার টরেন্ট থেকে ডাউনলোড দিতে গেলে দেখা যায় বিভিন্ন সাইটে ধরনা দিয়ে চৌদ্দগুস্টির নাম দিয়ে sign in করার পর দেখা যায় Download Fail!
ধরুন আপনি কোনো সাইট থেকে একটা স্ক্রিণ শট নিবেন সেক্ষেত্রেও আপনার কোনো না কোনো software ইন্সটল দেয়া লাগবে। এত্তোসব ঝামেলা করে এই কাজগুলো করা সত্যিই অনেক ঝামেলার তাইনা?
কেমন হয় যদি একটি মাত্র ব্রাউজার দিয়ে আপনি এই সব কাজগুলো করতে পারেন? অবশ্যই ভালো! আর সাথে তো সুপার ফাস্ট ব্রাউজিং স্পিড তো আছেই! মোটকথা, আমার দেখা পৃথিবীর সবচাইতে fast and smooth ব্রাউজার এটি।
তো চলুন দেখে নিই এই চরম, গরম ব্রাউজারের কিছু স্ক্রিণশট-
YOUTUBE DOWNLOADER এখান থেকে আপনি চাইলে যেকোনো ভিডিও কয়েকটি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন অথবা mp3 ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। 


আছে টরেন্ট ডাউনলোডার! যেকোনো টরেন্ট সাইট থেকে automaticly ফাইল ডাউনলোড করবে। সুতরাং, এখানে ঝামেলার কোনো প্রয়োজন নেই।
ব্রাউজিং এর সময় যেকোনো সাইটের স্ক্রিণশট নেওয়ার জন্য আছে capture screen টুলবকার। উপরের ৩টি অপশন থেকে আপনারটি বেছে নিতে পারবেন।


চাইলেই আপনার মনের মতো ফটো দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার ব্রাউজার, সে জন্য theme changer টুলবার তো আছেই।

এছাড়াও আরো অনেক ফিচার আছে যেগুলো এতো কম সময়ে বোঝানো সম্ভব নয়।
মোটকথা। একটি ব্রাউজারে যা, যা থাকা প্রয়োজন তাঁর চাইতে অনেক বেশি আছে এই ব্রাউজারে।
আমার বিশ্বাস এই ব্রাউজা একবার ইউজ করলে জীবনেও আর IDM বা অন্য কোনো ডাউনলোডার ব্যবহার করতে হবে না।
জানতে চান কী ব্রাউজারের নামটা?

নাহ বলব না! আগে ডাউনলোড করুন তারপর নিজেই দেখুন!

টিউনটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।
যেকোনো সমস্যায় আমাকে পাবেন ফেসবুকে

আজ এ পর্যন্তই,আগামীতে আবার দেখা হবে অন্য কোনো চমক নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
 আর হ্যা! সবার বাসায় আমার দাওয়াত রইল!

f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
12:14 AM

there is no comment for "এবার IDM এর নাম ভুলিয়ে দেব চিরতরে। ডাউনলোড করুন যেকোনো ইউটিউব ভিডিও, ফ্ল্যাশ ফাইল, টরেন্ট ফাইল সহ পৃথিবীর সবকিছু মাত্র একটি ব্রাউজার দিয়ে। আমার দেখা সবচাইতে fast and smooth ব্রাউজার "

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Find Us :

Populer

  • Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!
    আচ্ছালামুআলাইকুম আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। ...
  • 'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ
    অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার স...
  • কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল
    যদি এক মেঘলা দিনে, হঠাৎ ঐ শিউলি গাছের নিচে এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য, আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে নির্দিধায় বলে যাই...
  • এবার আপনার এন্ড্রয়েড ফোন ROOT করুন কোনোরকম Warranty হারানোর ভয় ছাড়াই।
    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেয়ার, সেই পরিপ্রেক্ষিতে আরো একটি ট...
  • নিয়ে নিন সিম্ফনির সব মডেলের স্টক রম তাও আবার একদম লেটেস্ট এবং অরিজিনাল।
    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বেশি কথা বাড়াবো না সোজা কাজের কথায় যাই... আজ আপনাদের জন্য নিয়ে এসে...
Powered by Blogger.

Category

  • আইফোন (1)
  • উইন্ডোজ (5)
  • এন্ড্রয়েড (5)
  • এন্ড্রয়েড এপ্স (4)
  • এন্ড্রয়েড গেমস (2)
  • এন্ড্রয়েড টিপস (5)
  • এন্ড্রয়েড স্টক রম (1)
  • এপল আইফোন (1)
  • ব্রাউজার (1)
  • ব্লগিং টিপস (1)
  • মোবাইলীও (2)
  • রকমারি (1)
  • সাহিত্য ও সংস্কৃতি (5)
  • হ্যান্ডসেট রিভিউ (6)

 Subscribe in a reader

Copyright 2015-16 Wellcome To OsthirBlog - All Rights Reserved
Design by Rahul Raihan