আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর ভালো না থাকলেও এখন ভালো হয়ে যাবেন কারণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার খেলা সবচাইতে মজার এবং প্রিয় একটি গেমস।
গেমটির নামঃ Samurai II: Vengeance
চমৎকার একশন এবং রোমাঞ্চকর ৮টি স্টেজ সংবলিত এই গেমস।
আরো আছে আপনার স্কোর খরচ করে বিভিন্ন একশন ক্রয় করার সুবিধা।
নীচে কিছু স্ক্রিন শর্ট দিলাম কষ্ট করে দেখে নিন।
গেমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন। সাইজঃ মাত্র ৪১এমবি
আশা করি গেমটি সবার ভালো লাগবে।
কোনো সমস্যা হলে জানাবেন।
আবার দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।