"অ্যাপল ভক্তকুল, সত্য সবসময়ই কষ্ট দেয়। নতুন আইফোনের বড় ডিসপ্লের জন্যে আপনারা ধন্যবাদ জানাতে পারেন স্যামসাংকে।" ঠিক এ কথাটাই ইংরেজিতে লেখা ছিল স্যামসাং-এর সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে যার লক্ষ্য অ্যাপেলের নতুন আইফোন ৬
ও ৬ প্লাস
। শুধু স্যামসাং কেন, অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডও যেন আইফোন ৬ ও ৬ প্লাস-এর ঘোষণার পরপরই অ্যাপেলকে নিয়ে তামাশায় মেতেছে। বাদ যায় নি ওয়ানপ্লাস, অপ্পো, সনি, আসুস কিম্বা এইচটিসি’র মতো প্রতিষ্ঠানগুলিও।
অ্যাপলকে বিদ্রুপ করতে স্যামসাং সেই ভিডিওতে বিষদ তথ্য, উপাত্ত আর প্রমাণ উপস্থাপন করার চেষ্টা চালিয়েছে। তাদের দাবী অ্যাপল নকল করেছে স্যামসাং গ্যালাক্সি নোট-এর লাইন-আপ। ভিডিওটি বলছে যে, সময়ের থেকে এগিয়ে থাকা স্যামসাং-ই প্রথম বড় স্ক্রিনের প্রয়োজনীয়তা অনুভব করেছে। সে কারণেই তারা গ্যালাক্সি নোট ফ্যাবলেট তৈরি করেছিল। তখন অনেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে এর প্রচন্ড বিরোধীতা করে যুক্তি দাঁড় করিয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয়, আজ তারাই নাকি আইফোনও ৬ ও ৬ প্লাস নিয়ে অতিরিক্তি বাড়াবাড়ি করছেন। তাও আবার আইফোন ৬ প্লাসের ৫.৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে। স্যামসাং এই ভিডিওটিতে তারা কিভাবে অনেক বড় স্ক্রিনের মাল্টি উইন্ডো আর এস পেনের মতো অধিক উন্নত পণ্য তৈরি করে যাচ্ছে তাও ব্যাখ্যা করেছে। তবে, আইফোন ৬ ঘোষণার পর থেকেই প্রযুক্তি বিশ্বের বিপুল মনোযোগ লাভ করলেও অ্যাপল তার চিরপ্রতিদ্বন্দ্বীর বিদ্রুপের ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
স্যামসাং ভিডিওঃ