অবশেষে গুজবের অনেকটাই সত্য প্রমাণিত হলেও এক্সপেরিয়া জেড ৩ বেশ কিছু দিক
থেকে অনেক বেশি উন্নত, এর বিষ্ময়সৃষ্টিকারী কতোগুলি বৈশিষ্টও আছে। সবকিছু
বিবেচনায় নিঃসন্দেহে এ কথা বলাই যায় সনি এক্সপেরিয়া জেড৩ দেখতে আগের জেড২ এর মতো তবে অনেক আলাদা বৈশিষ্ট্যে।
জেড৩ চলবে অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট- কাস্টম ইউআই এ, এর ক্যামেরা ২০.৭
মেগা পিক্সেল। ৫.২ ইঞ্চি পর্দার ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেমে বাঁধা, এর
পেছনের অংশ সহনশীল কাঁচে তৈরি এবং ডিজাইন সুষম আয়তাকৃতির। বোতাম ও পোর্টের
অবস্থান জেড ২ এর মতোই অর্থাৎ পাওয়ার, শব্দ, ক্যামেরার বোতামগুলি একদিকে,
আবৃত মাইক্রেএসডি কার্ড স্লট, মাথায় হেডফোন জ্যাক এবং দু’টি সামনেমুখী
স্টেরিও স্পিকার । ফোনটির উল্টোদিকে বাঁদিকের কোনায় আছে ক্যামেরা ও ফ্লাশ
ঠিক আগেরটিরই মতো। তবে পার্থক্য এসেছে এর ভিন্ন রংয়ের সমাহারে, ভিন্ন
বৈশিষ্ট্যের সংযোজনে এবং ওজনে। সনি এক্সপেরিয়া জেড৩ সুপার স্লিম ১৪৬ x ৭২ x
৭.৩৫ মিমি এবং এর ওজন ১৫২ গ্রাম। সাদা, কালো, তামাটে ও সবুজাভ রঙে পাওয়া
যাবে এটি। জেড ২ থেকে জেড ৩ আরো ছোট, বেশি চিকন ও হালকা, আরো বেশি
পানিনিরোধী ও ধুলা প্রতিরোধী। তাই যিনি এটি ব্যবাহার করছেন তিনি আগের চেয়ে
অনেকগুন নির্ভরতায় সাঁতার কাটা বা গাড়ী ধোয়ার সময় এ ফোন কাছে রাখতে পারবেন।
সনি তার
ঘোষণায় বলছে আসছে শরতে এটি সবার জন্যে উন্মুক্ত হবে। তাই সেটা যে
সেপ্টেম্বরে তা নিশ্চিত নয়। হাতে পেতে ক্রেতাকে আগামী অক্টোবর পর্যন্ত
অপেক্ষা করতে হতে পারে। আর সনি এক্সপেরিয়া জেড৩ এর দাম কতো হবে? সে কথাও
সনি কর্তৃপক্ষ এখন পর্যন্ত খোলাসা করেন নি।
এক নজরে দেখে নিন জেড ৩ এর পুর্ণাঙ্গ স্পেসিফিকেশনঃ
Battery
- 3100 mAh
- Talk time: up to 16 hours***
- Standby time: up to 890hours***
- Music listening time: up to 130 hours***
- Video playback time: up to 10 hours***
Display
- 5.2" Full HD (1920x1080 pixels)
On the inside
- Google Android 4.4 (Kitkat)
- Snapdragon 2.5 GHz Qualcomm Quad-core
Camera
- 20.7 MP camera with auto focus
- 2.2 MP front-facing camera
- ISO 3200
Durability
- Waterproof and dust tight (IP65 and IP68)****
Camera and video
- 20.7 megapixel camera with auto focus
- 8x digital zoom
- ISO 12800 maximum
- Sony Exmor RS for mobile image sensor
- 4K video recording
- Front-facing camera, HD 1080p for video chat and 2.2 MP for camera capture
- Pulsed LED flash
- SteadyShot™ – video stabilisation
- Superior Auto – automatic scene selection
- HDR for photos and videos
- Burst mode
- Social live**
- Image stabiliser
- Geotagging – add location info to your photos
- Object tracking – lock focus on a specific object
- Red-eye reduction
- Image capture, supported file format: JPEG
- Image playback, supported file formats: BMP, GIF, JPEG, PNG, WebP
- Video capture, supported file formats: 3GPP, MP4
- Video playback, supported file formats: 3GPP, MP4, Matroska, AVI, Xvid, WebM
Display and design
- 5.2" Full HD display (1920x1080 pixels)
- TRILUMINOS™ Display for mobile
- X-Reality™ for mobile picture engine
Entertainment
- PlayStation® Certified
- PS4™ Remote Play******
Processor (CPU)
- Snapdragon 2.5 GHz Qualcomm Quad-core
- Adreno 330 GPU
Memory and storage
- 3 GB RAM
- Up to 16 GB flash memory*****
- Up to 128 GB microSD™ (card slot, SDXC supported)
Networks
- GSM GPRS/EDGE (2G)
- UMTS HSPA (3G)
- LTE (4G) (not available in all markets)
Sound
- Sony 3D Surround Sound technology (VPT)
- Clear Audio+ – Sound improvement software
- xLoud™ Experience
- DSEE HX
- High-res audio
- Audio recording, supported file formats: 3GPP, MP4, AMR
- Audio playback, supported file formats: 3GPP, MP4, ADTS, AMR, DSF,
DSDIFF, FLAC, Matroska, SMF, XMF, Mobile XMF, OTA, RTTTL, RTX, iMelody,
MP3, WAV, OGG, ASF
Connectivity
- aGPS**
- Bluetooth® 4.0 wireless technology
- 3.5 mm audio jack with Digital Noise Cancelling (DNC)
- DLNA Certified®
- NFC
- GLONASS**
- Native USB tethering
- Synchronisation via Exchange ActiveSync®, Facebook™, Google™ and SyncML™**
- USB High speed 2.0 and Micro USB support
- Wi-Fi and WiFi Hotspot functionality
** This service is not available in all markets.
*** Values are
according to GSM Association Battery Life Measurement Technique as
performed in controlled laboratory conditions. Actual time may vary.
****
In compliance with IP65 and IP68, the Xperia Z3 is protected against
the ingress of dust and is waterproof. Provided that all ports and
covers are firmly closed, the phone is (i) dust tight and (ii) protected
against low-pressure jets of water from all practicable directions in
compliance with IP65; and/or (iii) can be kept under 1.5 m of fresh
water for up to 30 minutes in compliance with IP68.
"***** Memory
comprises of approximately 4 GB of firmware, plus 12 GB of “Internal
Storage” for downloaded applications, music, pictures and videos and
some application data. D6616 version has up to 32 GB flash memory in
total."
****** Functionality available on Sony Xperia Z3i1III,
Xperia Z3i3II and Xperia Z3T1 starting from November 2014. PS4™ System,
DUALSHOCK®4, Sony Entertainment Network and high-speed Internet
connection required. Some games may not support this feature.
আজ এ পর্যন্তই, অন্যদিন দেখে হবে অন্য কোন টিউন নিয়ে। সবাইকে খোদা হাফেজ।