Wellcome To OsthirBlog

  • Home
  • About
  • Osthir
  • Design
  • Blogger
  • SITEMAP
Home » এন্ড্রয়েড এপ্স » এবার ANDROID ফোনের ব্যাটারী ব্যাকাপ বাড়বেই! হয়তো এই এপ্সটিই আপনি খুজছিলেন।

Friday, September 12, 2014

এবার ANDROID ফোনের ব্যাটারী ব্যাকাপ বাড়বেই! হয়তো এই এপ্সটিই আপনি খুজছিলেন।

এন্ড্রয়েড ফোন ইউজ করে যে কি মজা সেটা হয়ত কাউকে বোঝাতে হবেনা। কিন্তু এই মজার মধ্যে গুড়ে বালি দেয়া কারণটি হল এর ব্যাটারী ব্যাকাপ, সে কারণে কোনো কিছুই মনের ইচ্ছে মত ইউজ করা যায়না।সুন্দর একটা গেম খেলছেন! কিছুক্ষন পর দেখলেন স্ক্রিনে battery low নামক বিরক্তিকর নোটিফিকেশন ভেসে উঠেছে। আমার মতে এন্ড্রয়েড ফোনে ব্যাটারী ড্রেইন করার সবচেয়ে প্রধান কারনগুলো হল এর ব্রাইটনেস এবং ব্যাকগ্রাউন্ড এপ্স। তাই আজ আপনাদের জন্য এমন একটি এপ্স নিয়ে হাজির হলাম যেটা দিয়ে আপনি ডিফল্ট ব্রাইটনেস এর চাইতেও ব্রাইটনেস অনেক কমিয়ে নিতে পারবেন, যাতে করে আপনার ফোনের ব্যাকাপ বেড়ে যাবে প্রায় ২০-৩০ শতাংশ। একই সাথে পাবেন ইন্সট্যান্ট টাস্ক কিলার,টাস্ক ম্যানেজার,লঞ্চার এবং স্ট্যাটাস বারের সকল সুবিধা। মানে বলতে পারেন একের ভিতর সব। তো চলুন দেখে নেয়া যাক এপ্সটির কিছু স্ক্রিনশটঃ
এপ্সটির নামঃ windows 8 taskbar
এপ্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।ইন্সটল করার পর ওপেন করুন তারপর দেখবেন নিচের মত স্ক্রিন আসবে।
enable taskbar এ টিক চিহ্ন দিন। তারপর edit start menu তে ক্লিক করলে নিচের মত আসবে।

এখন edit start menu items ক্লিক করলে নিচের মত আসবে
এখান থেকে আপনার ইচ্ছে মত এপ্স সিলেক্ট করে দিতে পারেন। এবার ব্যাকে এসে edit start menu layout ক্লিক করুন এবং নিচের মত সেটিং করে নিন।
আবার ব্যাকে এসে edit setting item এ ক্লিক করুন এবং নিচের মত আপনার ইচ্ছে অনুযায়ী সেটং অপশন গুলো যোগ করুন।
আবার ব্যাকে এসে start button above status bar এবং adjust to soft keyboard টিক চিহ্ন দিন ঠিক নিচের মত।
চাইলে start button icon এবং start button dimming level পরিবর্তন করে নিতে পারেন।
এবার এপ্সটি থেকে বের হয়ে আসুন এবং দেখুন আপনার হোমে নিচের মত একটি আইকন শো করছে।
এবার আপনার ডিফল্ট সেটিং থেকে ব্রাইটনেস একদম কমিয়ে উপরে দেখানো লাল চিহ্নিত আইকন এর উপর ক্লিক করুন দেখবেন আপনার ব্যাটারী লেভেল ১৪ দেখাচ্ছে। এবার এই ব্যাটারী লেভেল কমিয়ে ৩ এ এনে দিন ঠিক নিচের মত।
ব্যাস শুরু হয়ে গেল আপনার ব্যাটারি সেভিং। এভাবে একবার চালান আর পরিবর্তন লক্ষ করুন। 
শুধু তাই নয় আরো যেসব সুবিধা পাবেন এই ছোট্র এপ্সটি থেকে। 

এপ্স লঞ্চার
সিস্টেম সেটিং স্ট্যাটাস
টাস্ক ম্যানেজার
টাস্ক কিলার,র‍্যাম ক্লিনার
আরো অনেক কিছু উপোভোগ করতে পারবেন ছোট এই এপ্সটি দিয়ে।
অসাধারন সুন্দর ইন্টারফেস সংবলিত এই এপ্সটি আপনার ফোনটিকে করে তুলবে আরো স্মার্ট।
মোটকথা একটি মাত্র এপ্সে আপনি পাচ্ছে হাজারো এপ্সের সুবিধা।
মাঝে মাঝে আমার বন্ধুরা বলে ''দোস্ত তোর ফোনে এতো ব্যাকাপ পাস কিভাবে?
আমি বলি ''জাস্ট ম্যজিক''।
আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলেই আমার টিউনটি সার্থক হবে। শেষ কথা= কোন ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন।
আজ এ পর্যন্তই! আগামীতে দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে,সে পর্যন্ত ভালো থাকবেন ।
খোদা হাফেজ!!



f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
1:33 AM

1 komentar untuk "এবার ANDROID ফোনের ব্যাটারী ব্যাকাপ বাড়বেই! হয়তো এই এপ্সটিই আপনি খুজছিলেন।"

  1. imdad raselNovember 7, 2014 at 10:39 PM

    এপটা তো পেলামনা, কোথায় পাওয়া যাবে?

    ReplyDelete
    Replies
      Reply
Add comment
Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Find Us :

Populer

  • Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!
    আচ্ছালামুআলাইকুম আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। ...
  • 'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ
    অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার স...
  • কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল
    যদি এক মেঘলা দিনে, হঠাৎ ঐ শিউলি গাছের নিচে এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য, আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে নির্দিধায় বলে যাই...
  • এবার আপনার এন্ড্রয়েড ফোন ROOT করুন কোনোরকম Warranty হারানোর ভয় ছাড়াই।
    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেয়ার, সেই পরিপ্রেক্ষিতে আরো একটি ট...
  • নিয়ে নিন সিম্ফনির সব মডেলের স্টক রম তাও আবার একদম লেটেস্ট এবং অরিজিনাল।
    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বেশি কথা বাড়াবো না সোজা কাজের কথায় যাই... আজ আপনাদের জন্য নিয়ে এসে...
Powered by Blogger.

Category

  • আইফোন (1)
  • উইন্ডোজ (5)
  • এন্ড্রয়েড (5)
  • এন্ড্রয়েড এপ্স (4)
  • এন্ড্রয়েড গেমস (2)
  • এন্ড্রয়েড টিপস (5)
  • এন্ড্রয়েড স্টক রম (1)
  • এপল আইফোন (1)
  • ব্রাউজার (1)
  • ব্লগিং টিপস (1)
  • মোবাইলীও (2)
  • রকমারি (1)
  • সাহিত্য ও সংস্কৃতি (5)
  • হ্যান্ডসেট রিভিউ (6)

 Subscribe in a reader

Copyright 2015-16 Wellcome To OsthirBlog - All Rights Reserved
Design by Rahul Raihan