Wellcome To OsthirBlog

  • Home
  • About
  • Osthir
  • Design
  • Blogger
  • SITEMAP

Wednesday, April 5, 2017

famous fashion designers

famous fashion designers
href="https://www.womanfashionworld.com">High end fashion brands</a>

“I think there is beauty in everything. What ‘normal’ people would perceive as ugly, I can usually see something of beauty in it.” — Alexander McQueen. As we all know, it is very hard to decide who are the best of the best in the fashion world. Since tastes are not comparable we decided to do a tribute to the most iconic and unique genius in fashion of all time. Since we couldn’t choose from our favorite top designers we organized them in alphabetical order. We hope you find our KOKETselection interesting and creative. This fashion designers conquered their place in the fashion world and we hope to conquer your heart with our KOKET choices, because love happens
1. Alexandre McQueen
alexandree  TOP 50 Fashion Designers of all time alexandree
Alexander McQueen worked on his tailoring skills at the amazing fashionable names like Anderson & Shepherd, Barmans & Nathans and Romeo Gigli before launching his own brand in 1992. Mc Queen was known for his iconic fashion and extravagant design. McQueen took his own life, shocking the fashion world and everyone how ever met him, in 2010.
2. Azzedine Alaïa
Azzedine Alaïa  TOP 50 Fashion Designers of all time Azzedine Ala  a
Started his career as a dressmaker’s assistant, Azzedine Alaïa’s work emphasizes structure and purity of form. Known to many as the pinnacle of luxury and craftsmanship, Alaïa uses the most ingenious fabrics and rigorous tailoring techniques to painstakingly construct and envelope the womanly form with flourish of couture.
3. Calvin Klein
CALVIN-KLEIN  TOP 50 Fashion Designers of all time CALVIN KLEIN
Calvin Klein studied fashion in New York and apprenticed for a suit manufacturer. In 1968, he opened his own company that was initially recognized for suits and coats, but his sportswear line became popular and top of the line. He received three Coty Awards for womenswear. His business now includes clothing, cosmetics, fragrances and home collections.


<a href="https://www.womanfashionworld.com">Wedding dress</a>

Dress shopping should be an enjoyable experience

Sadly many brides are disappointed the first time they go wedding dress shopping. Confusion over appointment times, sample dresses that don’t fit, unfriendly shop assistants, and dream dresses that look terrible when they’re tried on, can all combine to produce a shopping trip from hell.
Make sure you give yourself plenty of time for shopping, and include fun elements such as lunch and drinks as well as boutique appointments. If you don’t feel entirely comfortable with the fitters at the bridal boutique, don’t worry about walking away. A wedding dress is a considerable investment, so boutiques should make every effort to pamper you and make you feel special and valued. An experienced fitter should be able to suggest styles that will suit your body shape, even if you haven’t considered them before.

Match your dress to your wedding style

Think about the type of wedding you want to have when you are choosing your dress. Which season have you chosen? Will it be a formal evening affair, or a casual beach party? Are you getting married in a garden location, or an historic building? If you are having a themed wedding you might want to make your dress part of that theme. On the other hand some brides go out and find the perfect dress and then use that to influence theirwedding theme.
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
rock
8:40 PM

Tuesday, April 4, 2017

Digital Altitude review

Digital Altitude review
If you’re reading this post you’re probably looking for a Digital Altitude review to decide whether to join.You can just buy the products and learn the training… but most likely you are also interested in the compensation plan and want to resell as well.That’s where we come in.
You probably discovered this post on the first page of Google.  Being on the first page of gets you lots of traffic for whatever you’re marketing.  Many people stumble there way through social media trying to sell the “opportunity.”That’s fine and all, except if you’re anything like me you’ll want to scale your business as quickly as possible.
But prior to diving into how I can help you build your Digital Altitude business, I want to cover one issue I often see that people are concerned about…
click for more info
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
rock
12:16 PM

Saturday, October 17, 2015

Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!

আচ্ছালামুআলাইকুম
আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। তাই আর দেরি না করে এখনই লেগে পরুন জেমস্ সংগ্রহে। তবে মনে রাখবেন এর জন্য আমরা একে অপরকে সাহায্য করব। তাহলে খুব দ্রুততার সাথে google play gift card পাবেন। আমি এই টিউন এক ইংরেজের ইউটিউব ভিডিও দেখে লিখলাম। বকবক না করে কাজে নেমে পরি। প্রথমে নিচে থেকে এপটি ডাউনলোড করুনঃ

download the appnana 

এর পরে ওপেন করুন।
ওপেন করে উপরের দিকে login or register এ ক্লিক করুন
 
 তার পরে ইমেইল ও পাসওয়ার্ড দিন এবং লগিন করুন
 এখন Get nanas এ গিয়ে নিচের কোডটি দিন তাহলে আপনিও ২৫০০নানা পাবেন আমিও  ২৫০০ নানা পাবো। o12459514
 এর পরে invite এ গিয়ে আপনার invitation কোডটি জেনে নিন এবং তা এখানে বা ফেসবুকে  সেন্ড করুন আমাকে তাহলে আমিও আপনার কোডটি আমার App nana তে দিলে আপনি আবারো ২৫০০ nana পাবেন আমিও ২৫০০ nana পাবো।


আর এভাবেই আমরা একজন আরেক জনকে হেল্প করার মাদ্ধ্যমে 160000 nana করে google play গিফট কার্ড পেতে পারি।
যারা যারা এই এপ ডাউনলোড করবেন তারা সবাই তাদের invitation কোড এখানে টিউমেন্ট করবেন বা ফেসবুকে দিবেন।  একে অপরের কোড বসিয়ে আমরা অতি সহজেই একদিনের মদ্ধেই gift card এর ব্যাবস্থা করতে পারি।
আর দেরি না করে এখনই কাজে লেগে পড়ুন।
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
3:51 AM

Thursday, October 15, 2015

'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ

অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার সংসার। চলে বললে ভুল হবে, চলতে চায় না। মা চালিয়ে নেন কোনোভাবে। চোখে তার অনেক স্বপ্ন। সন্তান দুটি মানুষ হবে। মানুষের মতো মানুষ। নিজে লেখাপড়া অতটা করতে পারেন নি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কতোটা মূল্যবান। তার সন্তানদের জীবনে এই ভুলের পুনরাবৃত্তি করতে দিবেন না তিনি। কিছুতেই না। । এক রাতেঃ মা দু সন্তানকে নিজ হাতে খাইয়ে দিয়ে নিজে দু গ্লাস জল খেয়ে শুয়ে পড়লেন। মেয়েটা বড়।একটু বুঝে। সে জিগ্যেস করলো, মা, খাইবা না তুমি? - খাইসি। তুই ঘুমা। কই খাইসো? পাতিল দেখলাম খালি, ভাত নাই! - আমি খাইসি। তুই ঘুমা বাবা। তোমার ক্ষিধা লাগে না মা? - তোরে ঘুমাইতে কইসি না? তারপর কলিজার টুকরা আদরের ছেলে খোকনকে বুকে চেপে মা নিজেই ঘুমানোর চেষ্টা করতে লাগলেন।

কয়েক বছর পর এক পূজোঁর সময়েঃ ছেলে, মা আমার জিন্স প্যান্ট, ফুলহাতা শার্ট আর জুতো লাগবে। মেয়ে, আমার একটা থ্রী পিস হলেই হবে। মা তার জমানো টাকার সবটুকু খরচ করে সন্তানের চাহিদা মতো কাপড় চোপর বানিয়ে আনেন।তারপর নিজ হাতে পড়িয়ে দেন এবং অপলক মুগ্ধ নয়নে তাকিয়ে থাকেন তার রাজপুত্র রাজকন্যাদের দিকে! বাহ! দিন দিন কত বড় হয়ে যাচ্ছে তার সোনা যাদু'রা। খোকন মাকে জিগ্যেস করে, মা চলো না পূজাঁতে যাই? মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, না বাবা,আমার অনেক কাজ তোরা যা। বড় মেয়ে আখিঁ বুঝতে পারে মা কেনো যাবেন না। কারন, তার কোনো ভালো কাপড়ই নেই! । আজ বড় মেয়ে আখিঁর বিয়ে। মেট্রিক পাস করেছে। কলেজে পড়ার স্বপ্ন ছিলো। বরপক্ষ বলেছে তারাই পড়াবেন।পিতৃহীন মেয়েটির জন্য আজ তার ভেতরটা ফেটে যাচ্ছে। আহ! কোনো সাধই পূরুণ করতে পারেনি মেয়েটার। চলে যাচ্ছে তাকে ছেড়ে অচেনা কোন বাড়িতে। মা'রে, ক্ষমা করিস তোর মায়ের এ অক্ষমতাকে। অর্ধেক বাড়ি বন্ধক রেেখে তিনি মহা ধুমধামে আখিঁর বিয়ে পর্ব শেষ করলেন।

একমাত্র ছেলে খোকন। ভার্সিটিতে পড়ে। হঠাৎ অসময়ে বাড়িতে আসলো। মা বুঝতে পারলো, ছেেলর টাকার দরকার। খোকন মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা বন্ধুরা পিকনিকে যাবে। আমাকেও যেতে হবে, না হলে লজ্জা পাবো। কটা টাকা হবে তোমার কাছে? আমি বেচেঁ থাকতে আমার ছেলে লজ্জা পেতে পারে না। দাড়া, ব্যবস্তা করছি। মা তার শেষ স্মৃতি হাতের বালা গুলো বন্ধক রেখে ছেলের হাতে টাকা তুলে দিয়ে বলে, যা বাবা সাবধানে যাস। মা ছেলেকে বিদায় দিয়ে ভাবেন, আর তো ক'টা দিন। ছেলে চাকরি পাবে। তারপর লাল টুকটুকে একটা বৌ আনবেন পাড়ার সবাইকে নেমন্তন্ন দিয়ে। মহা ধুমধামে। আহ! কতদিনের পোষে রাখা স্বপ্ন তার। এইতো আর কদিন পরেই খোকন পাস করে বাড়ি ফিরবে। খোকন বাড়ি ফিরে। তবে একা নয়, এক ধনীর দুলালীকে সঙ্গে করে। মা জানতে চায়, কে উনি? -আমরা বিয়ে করেছি মা। ক্ষমা করো মা তোমাকে জানাইনি। মা কষ্ট পায়! পরক্ষনেই ক্ষমা করে দিয়ে বলে, আয় বৌমাকে নিয়ে ঘরে আয়। খোকন স্ত্রী কে তাগিদ দেয় মাকে প্রণাম করার জন্য। আল্ট্রা মডার্ণ বৌ তার বাড়ির কাজের বুয়া সাদৃশ্য মহিলাকে পা ছুয়েঁ প্রণাম করতে কুন্ঠিত হয়। তাড়া দেয় টাউনে ফিরার।

পরিশিষ্টঃ মা এখন সেইভিং হোমে (বৃদ্ধাশ্রমে)। বেশ সুখেই আছেন। ছেলে বাড়ি বিক্রি করে শহরে প্লট কিনেছে। মেয়ে চেয়েছিলো তার কাছে রাখতে। তিনি রাজী হননি। এখানেই ভালো, কথা বলার মানুষ আছে। অনেক অবসর। মা সেদিনের কথা ভাবেন, এইতো কদিন আগের কথা, খোকন তখন কত্ত ছোট্ট ছিলো। গল্প না বললে সে ঘুমাবেই না। রোজ রোজ একই গল্প। আচ্ছা, সেই হাতকাটা রাক্ষসীর গল্পটা এখন কি মনে আছে খোকনের? খুকী'টার শখ ছিলো গীত শোনার। আহঃ আমার অভিমানী খুকী!! ভাবতে ভাবতে মায়ের চোখ জলে ভরে ওঠে। কায়মনে প্রার্থনা করেন, "হে বিশ্বভ্রম্মান্ডের কর্ণধার, আমার পিতৃহীনা সন্তানদের তুমি নিরাপদে রেখো। আমি ওদের কোনো ইচ্ছাই পূরুণ করতে পারিনি। অক্ষম মা আমি"।

-পি সি দ্বীপ 

0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
পি সি দ্বীপ
7:58 PM

কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল



যদি এক মেঘলা দিনে,
হঠাৎ ঐ শিউলি গাছের নিচে
এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য,
আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে
নির্দিধায় বলে যাই!
ঘাসের বুকে শিশির যেমন ঘুমায়,
তোমার পশমভরা বুকের কোণে অক্ষ্যান্ত ঢেউয়ের মতো
আমিও না হয় ঘুমাবো।
আসুক যত যুদ্ধ থেকে যুদ্ধ। 
ফাল্গুনের আকাশে যদি চৈত্রের খরতা আসে
যদি ম্লান হয়ে যায় বসন্তকন্যারা। 
অজস্র রহস্যের হাসি ভেদ করে যদি, 
সাতরংধনু খন্ড-বিখন্ড হয় বিশাল আকাশ জুড়ে
তবুও আমি একটুকরো পরশনিবেদনের কাব্য,
তোমায় দিয়ে বলবো,ভালোবাসো?  
আমি তোমায় আগলে রাখবো ঠোঁটের আড়ালে ।
ভোরবেলাই পাখি যখনডাকবে,
দুপুর গড়িয়ে সন্ধ্যে হবে তোমার পশমভরা বুকের কোণে,শিউলিবনে। 
হারিয়ে যাবো নির্জনে। 
যদি বিশাল বড় পাচিল টপকে রক্তে রক্তে রক্তাক্ত হয়ে, 
পৌঁছাতে হয় শিউলিবনে, ভয় পেয়ো না।
তবুও যাবো
 তোমার পশমভরা বুকের কোণে তুমি যদি বলো শিউলিবনে না।
যাবে কাশবনে,হতে পারে ঘাসবনে। 
আমি তাতেই রাজি।
শুধু আমাই আগলে রেখো হাজার প্রহর।
তোমার পশমভরা বুকের কোণে, 
যদি আঁধার রাতে নির্জন পথে,
পুষ্পরথে তোমার সাথে পৌঁছাতে হয়, শিউলিবনে। 
 এক শাড়িতেই ছুট্টে যাবো, 
তোমার পশমভরা বুকের কোণে। 
যদি চাও চাঁদ আকাশে বা কোনো শিশির ভেজা ঘাসে,
যেতে যদি হয় কোনো ক্লান্তদেশে, 
আমি তাতেও রাজি। 
শুধু একটু রেখো তোমার পশমভরা বুকের কোণে।
ঘোর অমানিশায়,কোনো ছন্নছাড়া দিশায়।
জৈষ্ঠ্যের গুঞ্জনে, কোনো আলোড়িত দ্বীপবনে।
যদি নিয়ে যেতে চাও অদূর কোনো জঙ্গলবনে, তাও যাবো। 
শুধু আমায় আগলে রেখো। 
তোমার পশমভরা বুকের কোণে, 
আমি তোমায় একটি কাব্য নিবেদন করবো।
প্রেমের কাব্য।
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
8:02 AM
Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Find Us :

Populer

  • Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!
    আচ্ছালামুআলাইকুম আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। ...
  • 'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ
    অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার স...
  • কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল
    যদি এক মেঘলা দিনে, হঠাৎ ঐ শিউলি গাছের নিচে এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য, আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে নির্দিধায় বলে যাই...
  • এবার আপনার এন্ড্রয়েড ফোন ROOT করুন কোনোরকম Warranty হারানোর ভয় ছাড়াই।
    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেয়ার, সেই পরিপ্রেক্ষিতে আরো একটি ট...
  • নিয়ে নিন সিম্ফনির সব মডেলের স্টক রম তাও আবার একদম লেটেস্ট এবং অরিজিনাল।
    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বেশি কথা বাড়াবো না সোজা কাজের কথায় যাই... আজ আপনাদের জন্য নিয়ে এসে...
Powered by Blogger.

Category

  • আইফোন (1)
  • উইন্ডোজ (5)
  • এন্ড্রয়েড (5)
  • এন্ড্রয়েড এপ্স (4)
  • এন্ড্রয়েড গেমস (2)
  • এন্ড্রয়েড টিপস (5)
  • এন্ড্রয়েড স্টক রম (1)
  • এপল আইফোন (1)
  • ব্রাউজার (1)
  • ব্লগিং টিপস (1)
  • মোবাইলীও (2)
  • রকমারি (1)
  • সাহিত্য ও সংস্কৃতি (5)
  • হ্যান্ডসেট রিভিউ (6)

 Subscribe in a reader

Copyright 2015-16 Wellcome To OsthirBlog - All Rights Reserved
Design by Rahul Raihan